• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে পৌরসভা ও ল্যাম্পের উদ্যোগে কুষ্ঠরোগী সনাক্তকরণ কর্মসুচি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯  

নীলফামারীর সৈয়দপুরে কুষ্ঠরোগী সনাক্তকরণের লক্ষ্যে পৌরসভা ও ল্যাম্পের উদ্যোগ যৌথ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় শহরের ৩ নং ওয়ার্ড রসূলপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক। অন্যানের মধ্যে ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য বিভাগের এবিএম রওশন আলম, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ওহিদুল হক, পৌর সেনেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন, ইপিআই হেল্থ সুপারভাইজার গজনফর আলী মিন্টু,  ইপিআই কর্মী সালেহ আহমেদসহ পৌরসভা ও ল্যাম্প’র রুরাল হেল্থ প্রোগ্রাম (টিএলএমআইবি) এর স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে কুষ্ঠ রোগী সনাক্ত করেন। সে সাথে কুষ্ঠ রোগ বিষয়ে জনগণকে সচেতনতামূলক বিবৃতি দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।