• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

সৈয়দপুরে বোরো আবাদে কৃষক ও শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বীজতলা থেকে চারা তুলে মাঠে মাঠে ছুটে যাচ্ছেন তারা।

সরেজমিনে উপজেলার বোতলাগাড়ী ও কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালিপুর, খাতামধুপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষি শ্রমিকরা মাঠে ব্যস্ত বোরো ধানের চারা লাগাতে। বোরোর পাশাপাশি আলু, ভুট্টা, সবজির ফসলের পরিচর্যায়ও কাজ করছেন কৃষি শ্রমিকরা।

তারা জানান, মাঠে ব্যাপক হারে বোরো রোপণ শুরু হয়েছে।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ করা হবে বলে আশা করা হচ্ছে।