• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরের কাছাকাছি গিয়েও নামতে না পেরে বিমান ফিরল ঢাকায়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

প্রায় দেড় ঘণ্টা উড্ডয়ন করেও ঢাকা থেকে সৈয়দপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি। সেখানকার আকাশে কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকায় ফিরে এসেছে।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঘটে এই ঘটনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে জানায়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

কিন্তু সৈয়দপুর বিমানবন্দর থেকে ৮০ কিলোমিটারের দূরত্বে জয়পুরহাটের আকাশে গিয়ে হঠাৎ আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। মাঝে কিছুক্ষণ জয়পুরহাটের আকাশে চক্কর দিয়ে অপেক্ষা করলেও পরবর্তীতে ফিরে আসে ঢাকায়।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল-আহসান বলেন, ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর সৈয়দপুরের প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে নামতে পারেনি। পরে আবার ঢাকায় ফিরেছে।

ফ্লাইটটি একই যাত্রীদের নিয়ে রাত ১০টা ১৩ মিনিটে আবারো সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হলে ফের ফের প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। পরে ভারতের মেঘালয়ের আকাশ ব্যবহার করে ফ্লাইটটি ঘণ্টাখানেক পর সৈয়দপুরে অবতরণ করে।

ফ্লাইটের একজন যাত্রী জানান, বৈরি আবহাওয়ায় ফ্লাইট ঢাকা ফিরে আসছে শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পরেন। তবে আমরা নিরাপদেই ঢাকায় ফিরে আসি। পরবর্তীতে ১০টায় একই ফ্লাইটে আমাদের সৈয়দপুর নিয়ে আসে বিমান।