• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হলদিবাড়ী-চিলাহাটী রেলপথ নির্মাণ শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

চিলাহাটী-হলদিবাড়ী রেলপথে ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রায় ৫ দশক পর পুনরায় স্থাপন হতে যাচ্ছে।

দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশের চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল যোগাযোগ পুনরায় চালুর লক্ষ্যে নতুন রেললাইন নির্মাণ কাজ শুরু করেছে রেল মন্ত্রণালয়।

রেলপথ নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি নীলফামারীর মানুষ।

উভয় দেশের ১১ দশমিক ৩৪ কিলোমিটার রেল লাইনের মধ্যে বাংলাদেশ অংশের প্রায় সাড়ে সাত কিলোমিটার রেললাইন নির্মাণ করছে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলপথ নির্মাণ ২০২১ সালে শেষ হবে।

চিলাহাটী রেলঘুণ্টির পাশে নতুন রেললাইন নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছে। ইতিমধ্যে পরিত্যক্ত রেললাইনের উপর যেসব স্থাপনা ছিল তা সরানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ৩১ কোটি রুপি দিয়ে ভারতের হলদিবাড়ী অংশে ৪ দশমিক ৩৪ কিলোমিটার রেলপথ স্থাপনের কাজ ২০১৭ সালের ৫ নভেম্বর শুরু হয়। যা ২০১৮ সালের ১৪ মার্চ শেষ হয়।

বর্তমানে খুলনা, মংলা, ঢাকা ও রাজশাহী থেকে সরাসরি ব্রডগেজের রেলপথ চালু রয়েছে নীলফামারীর চিলাহাটি সীমান্তের স্টেশন পর্যন্ত। নির্মাণ শেষ হলে ভারতের হলদিবাড়ী হয়ে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির সঙ্গে ফের ট্রেন চলাচল শুরু হবে।

এখন ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করে কলকাতা-গেদে-দর্শনা-হার্ডিঞ্জ ব্রিজ হয়ে ঢাকায়।