• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হাবিপ্রবিতে প্রথমবারের মত "বঙ্গবন্ধু ছাত্র পরিষদ" কমিটি গঠন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত মোঃ মামুন অর রশিদ কে সভাপতি এবং জাহাঙ্গীর আলম রাসেল কে সাধারন সম্পাদক করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, হাবিপ্রবি শাখার ১৯ সদস্যের একটি প্রাথমিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। সেই সাথে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন অর রশিদ বলেন, "উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা কে বিজয়ী করা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে কাজ করা।"

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমরারের মত "বঙ্গবন্ধু ছাত্র পরিষদ" এর কমিটি দেয়া হল।