• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

১৫ বছর পর ফুলবাড়ী সরকারী কলেজের জমি উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর ফুলবাড়ী সরকারী কলেজের জমি উদ্ধার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ। দিনাজপুরে ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছিল স্থানীয় কিছু ভূমি দখলকারীরা।

সরকারী কলেজ ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনায় নিয়মিত মাদক ব্যবসা ও জুয়ার আসর বসত বলে দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল। চলমান সড়ক সম্প্রসারণ কার্য্যক্রমে গত ২০ শে জানুয়ারী দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক উচ্ছেদ অভিযানে সড়ক সংলগ্ন অবৈধ স্থাপনায় ভেঙ্গে দেয়া হয়।

এর ফলে সড়ক সংলগ্ন কলেজ সীমানা অভ্যন্তরের অবৈধ স্থাপনাও সরিয়ে দেয়া হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন ঘটে এই অভিযানে মাধ্যমে। মাদক মুক্ত নিরাপদ শিক্ষা জ্ঞান বিনিময়ে সরকারের এই পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানায়। তারা এই আন্দন উদযাপনে মিষ্টি বিতরণ করে। এলাকাবাসীর পক্ষে মোঃ শরীফ জানান এটা মাননীয় প্রধান মন্ত্রী পক্ষ থেকে ফুলবাড়ী সরকারী কলেজ তথা ফুলবাড়ীর সাধারণ জনগণের জন্য আনন্দ সংবাদ। এই জন্য এলাকাবাসী এবং ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ নজমুল হক সহ সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্র/ছাত্রীরা মাননীয় প্রধান মন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।