• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

রংপুরসহ আশপাশের জেলাগুলোতে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সংস্কার কাজের জন্য ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ থাকবে শুক্র ও শনিবার। এ জন্য দুই দিনই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেসকো-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রংপুর ও এর আশেপাশের অঞ্চলে আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইদিন ৯ ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। ওই সময়ে রংপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বাস কন্ডাকটর ও বাস পিটি পরিবর্তন কাজের অবশিষ্ট কাজ করা হবে।