• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

৬৬তম সাহিত্য আসরে জাতীয় কবির জীবনী নিয়ে আলোচনা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর সৈয়দপুরে ৬৬ তম সাপ্তাহিক সাহিত্য আসরে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের আতœজীবনী নিয়ে কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ওনৃত্যের আয়োজন করা হয়। ১৩ ডিসেম্বর মূর্তজা মিলনায়তনে দিনব্যাপীঅনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় কবি কাজীনজরুল ইসলামের আতœজীবনী নিয়ে আলোচনা, কবিতা, গল্প, প্রবন্ধ, গান,
 

নৃত্য ও নজরুল সংগীত। অনুষ্ঠানের আয়োজক ছিল সৈয়দপুর সাপ্তাহিকসাহিত্য আসর। অনুষ্ঠানটির সহযোগীতায় ছিলেন, নজরুল-ফররুখ গবেষণাফাউন্ডেশন ঢাকা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, নজরুল-ফররুখগবেষণা ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী। অতিথি হিসাবেউপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাহিত্য আসরের সদস্য সচিব কথা
সাহিত্যিক আকমল সরকার রাজু, কবি ডেইজী মাশরাফী নিনা, রোকেয়া

 

পদক প্রাপ্ত, আব্দুর রউফ সহকারী অধ্যাপক দেবীগঞ্জ সরকারি কলেজ, পঞ্চগড়,আহমেদা ইয়াসমিন ইলা, মেহেরুন্নীসা, আতাউর রহমান ময়না,সাংবাদিক সাকির হোসেন বাদল।অনুষ্ঠানের শুরুতে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্য নজরুল ইসলাম
 

সরকার সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন যথাক্রমে ডেইজীআদানী ও কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানেসাহিত্য আসনের সদস্য-সদস্যা, সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই সৈয়দপুরেরবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৩টি সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।