• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

৮ মিনিটের দৃশ্যের জন্য খরচ ৭০ কোটি!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

সিনেমার ৮ মিনিটের দৃশ্যের জন্য খরচ করা হয়েছে ৭০ কোটি রুপি। বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার ছবি ‘সাহো’তে এই খরচ হয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর।

মুক্তির আগেই একের পর এক চমক দেখাচ্ছে ছবিটি। 

৭০ কোটি রুপি খরচ করা ওই দৃশ্যে কী থাকছে? এমন প্রশ্নের জবাবে ‘সাহো’র এক ঘনিষ্ঠসূত্র জানান, এটি একটি অ্যাকশন দৃশ্য। যার শুটিং করা হয়েছে আবু ধাবিতে। আমাদের আশা ছবির এই সিকোয়েন্সটি অতিতের সকল রেকর্ড ভেঙে দেবে।

‘বাহুবলী’ সিরিজের দুটি ছবিতে অভিনয়ের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন প্রভাস। আর ‘সাহো’র মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন এই অভিনেতা। এছাড়া শ্রদ্ধা কাপুরের অভিষেক হচ্ছে দক্ষিনী ছবিতে। এ কারণে কোন কমতি রাখতে চাইছেন না নির্মাতারা।

হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। বিভিন্ন চরিত্রে ধরা দেবেন প্রভাস।

সুজিত পরিচালিত ছবিটিতে প্রভাস-শ্রদ্ধার পাশাপাশি আরও অভিনয় করছেন- জ্যাকি শ্রফ, নীল নীতিন মুকেশ, মন্দিরা বেদি, চাঙ্কি পান্ডে, মহেশ মাঞ্জরেকর, অরুন বিজয়, মুরালি শর্মা প্রমুখ। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাহো’।