• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

নতুন পরিবহন আইনে সচেতনতায় প্রচারণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে গাড়ির চালক, হেলপার, পথচারীসসহ সকলকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের চৌরাস্তা মোড় থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সড়কে সুশৃংখলতা ফেরাতে নতুন আইন মেনে গাড়ি চালানোর আহবান জানানো হয়। 

সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: মনিরুজ্জামান মনির, ট্রাফিক ইন্সপেক্টর  মোঃ ফারুক হোসেন, চন্দন কুমার রায়, নিরপদ সড়ক চাই ঠাকরগাঁও শাখার  সভাপতি আবু মহিউদ্দিন প্রমুখ।