• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

তীব্র তাপদাহে নীলফামারীতে পথচারীরা পেল পানির বোতল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এই গরমে হালকা স্বস্তি পেতে কত কিছুই না করছে মানুষ। জনজীবনে স্বস্তি ফেরাতে নানা সহায়তা নিয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। 

এবার নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে পথচারীদের মধ্যে পানির বোলত বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে রিকসা, অটো, ভ্যান, ট্রাক, বাস চালক ছাড়াও সাধারণ পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ করা হয়। এ সময় এনসিটিএফের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, উপদেষ্টা মাহবুব আলম ও শিশু গবেষক অন্তরা রানী রায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম উপস্থিত ছিলেন। 

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম বলেন, তাপদাহে পুড়ছে নীলফামারী। সড়কে সাধারণ মানুষ তৃষ্ণার্ত হয়ে পড়ছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে পানির বোতল সরবরাহের উদ্যোগ নেই। তারই অংশ হিসেবে ইয়েস বিডির সহযোগিতায় ৫শ মানুষের মাঝে পানির বোতল বিতরণ করা হয়েছে।
 
পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, ‘তাপদাহে মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে। পথচারীরা পানির বোতল পেয়ে স্বস্তি পেয়েছে।’