• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পাঁচজন নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদানের জন্য পাঁচ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে সরকার।

তারা হলেন- নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম সেলিনা খালেক, নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন্ন নাহার, নারীর অধিকার, নারীর, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), নারীর অধিকারের ক্ষেত্রে মিজ পাপড়ি বসু ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য বেগম আখতার জাহান।

রোববার মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে আগামীকাল সোমবার সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব বা তার পরিবারের প্রতিনিধি এ দিন পদক গ্রহণ করবেন।