• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

প্রাণী সংকটে রংপুর চিড়িয়াখানা: আগ্রহ হারাচ্ছে দর্শনার্থীরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

রংপুর সরকারি বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় দেখা দিয়েছে প্রাণী সংকট। দীর্ঘদিন নতুন প্রাণী না আসায় আগ্রহ হারাচ্ছে দর্শনার্থীরা। জানা গেছে, রংপুর চিড়িয়াখানায় বর্তমানে ৩৩টি প্রজাতির ২১৬টি পশু-পাখি রয়েছে। এসব প্রাণীর বেশিরভাগই বয়স্ক, কোনোটির আবার জোড়া নেই। সঙ্কটের কারণে পড়ে আছে শূন্য খাঁচা।

দর্শনার্থীরা জানান, এ চিড়িয়াখানায় জেব্রা, জিরাফ, ক্যাঙ্গারু, ইমপেলার, চিতা বাঘ, গয়াল, হাতি, গণ্ডার নেই। বাঘ, ভল্লুক, পুরুষ সিংহ, মদনটেক, জলহস্তি, কুমির ও বানরসহ অনেক প্রাণী বয়স হয়ে মারা গেলেও, সেসব প্রাণীর খাঁচা শূন্যই রয়ে যাচ্ছে। এ কারণে কেউ চিড়িয়াখানায় যেতে চায় না।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন প্রাণীর চাহিদা পাঠানো হয়। কিন্তু প্রাণী আসে না।

রংপুর সরকারি বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার কিউরেটর আমবার আলী তালুকদার বলেন, আমি নতুন এসেছি। এবার এবারো নতুন কিউরেটর এসে ওয়াটারবাগ, চন্দনা, ময়ূর, রাজধনেশ, হনুমান, জেব্রা, জিরাফ, হায়েনা, বাঘ, সিংহ, জলহস্তি, ভাল্লুক, কিশোয়ারীর চাহিদা পাঠানো হয়েছে। আশা করি কিছু নতুন প্রাণী আসবে।