• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

হোম কোয়ারেন্টিনে ভূরুঙ্গামারীর ইউএনও: আক্রান্ত স্টাফ রংপুরে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

ভূরুঙ্গামারীতে ইউএনও অফিসের একজন স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় তার সঙ্গে কাজ কবায় উপজেলা নির্বাহী অফিসারকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা। অপরদিকে আক্রান্ত অফিস সহকারীকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আক্রান্ত ব্যক্তির ফলাফল পাবার পর তাকে রংপুরে করোনা চিকিৎসালয়ে পাঠানো হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম স্টাফ আক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ওই অফিস স্টাফের সঙ্গে কাজ করায় তাকেও হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা। বর্তমান অফিসে না বসে বাংলোতে বসেই গুরুত্বপূর্ণ রুটিন ওয়ার্ক করছেন বলে তিনি জানান। 

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উপজেলা নির্বাহী অফিসের মঞ্জুরুল আলম (৪৩) নামের অফিস সহকারীর করোনা পজিটিভ শনাক্ত হলে এ পরামর্শ দেন। উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন ১২।