• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

‘ভালোভাবে বাঁচতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা বেশি জরুরি’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

পৃথিবীতে ভালো ভাবে বাঁচাতে হলে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর জেলা প্রশাসক ভবনের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বিশ্ব মান দিবস এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি আসিব আহসান একথা বলেন।

তিনি বলেন- পরিবেশের সুরক্ষা ব্যতীত যেমন টেকসই উন্নয়ন সম্ভব নয়। তেমনি প্রকৃতির সাথে বৈরিতা নিয়ে পৃথিবীর প্রাণিকূলের ও উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন। তাই পৃথিবী সুরক্ষায় সকল দিকের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সবার মধ্যে সচেতনতা ও বিবেক বোধ জাগ্রত করতে হবে। সবকিছুরই মান গুরুত্ব সহকারে অনুধাবন করার মানসিকতা সৃষ্টি করতে হবে। এজন্য মানের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ শহিদ শোভন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ, বিএসটিআই রংপুর বিভাগীয় প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ রেজাউল হক। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরাফাত রহমান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ- টেস্টিং ইন্সটিটিউশন-বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “পৃথিবী সুরক্ষায় মান”। দেশের অন্যান্য জেলার ন্যায় রংপুরেও জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র উদ্যোগে দিবসটি পালিত হয়।