• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বেড়েছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

দিনাজপুরের ১৩ উপজেলার হাটবাজারে ব্যপকভাবে অবৈধ পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পরিবেশ মন্ত্রী বিভিন্ন রংয়ের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ও আইন পাশ করলেও তা অমান্য করা হচ্ছে। এমন কোন দোকান নেই যেখানে পলিথিন ব্যবহার করা হচ্ছে না। দিন দিন যে ভাবে পলিথিন ব্যবহার করা হচ্ছে তা পরিবেশের জন্য ঝুকিপূ্র্ণ হয়ে দাড়িয়েছে। 

দিনাজপুর জেলার ১৩ উপজেলার সকল প্রকার হাটবাজারে ব্যপক পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে তারা রীতিমত পলিথিনে মালামল বিক্রয় ও ক্রয় করছে। 

পরিবেশবাদী সংগঠনগুলো বলছে- গত ৫ বছরে দেশে যে পরিমান পলিথিন উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা রেকর্ড ছাড়িয়ে গেছে। এটা বন্ধ করতে হলে স্থানীয় আইন প্রয়োগকারীদের কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে অবৈধ্য উৎপাদন ও বাজার জাত করণ কোন ভাবেই বন্ধ হবে না।