• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

‘হিন্দু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণে ট্রাস্ট গঠন করা হয়েছে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

হিন্দু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্যেই হিন্দু কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল। 

বুধবার রাত ৮টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান প্রদান, মন্ডপ সংস্কার ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এমপি মনোরঞ্জনশীল গোপাল এ কথা বলেন।

প্রধান অতিথী প্রশ্ন তুলে বলেন, সামান্য কোন সমস্যা হলেই হিন্দুরা বলে আমরা কি ইন্ডিয়ায় চলে যাব নাকি? যারা এ কথা বলেন তারা দুর্বল চিত্তের মানুষ। কারণ ভারত আপনাদের দেশ নয়, বাংলাদেশ আমাদের দেশ, আপনাদের দেশ। কাজেই এ চিন্তা আপনাদের ছেড়ে দিতে হবে।

তিনি আরো বলেন, পূজার সকল নিয়ম তথা সামাজিক দূরত্ব মেনে পুজা করতে হবে। 

ঠাকুরগাও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মরোরঞ্জনশীল গোপাল।

পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবু প্রবীর কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ঠাকুরগাও সদর উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও তপন কুমার রায় প্রমুখ।

এ সময় বালিয়াডাঙ্গী  উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিনোদ চন্দ্র কুন্ডুর সন্ঞ্চালনায়  প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।