• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

শীত, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘর থেকে বের হতে পারছে না রংপুরের মানুষ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২  

শীত, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রংপুরের জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি দুপুরের পরে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় রংপুর ও আশপাশ এলাকায় জনজীবনে ছন্দপতন ঘটেছে। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিনের মৃদু শৈত্য প্রবাহ শেষে শীতের প্রকোপ কিছুটা কমতে থাকা শুরু করার পরেই শুক্রবার আবহাওয়া এই অঞ্চলের মানুষকে ভাবিয়ে তুলেছে। কারণ মাঘ মাসে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া সাধারণত হয় না।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪ বার হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার। এসময় এত বৃষ্টি অনাকাঙ্ক্ষিত। এছাড়া সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কাছাকাছি চলে আসায় বেশ শীত অনুভূত হয়েছে এই এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত এত কাছাকাছি আসে না।

ফলে বৈচিত্র্যপূর্ণ এই আবহাওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। ঝড়ো হাওয়ায় অনেক স্থানে গাছপালা পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় অনেকস্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  এছাড়া শুক্রবার ছুটির দিন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শহরে লোকজনের চলাচল ছিল শূন্যের কোঠায়। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরে থেকে কেউ বের হয়নি।