• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে আবারো বেড়েছে শীতের দাপট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দু’দিনেরবৃষ্টির পর বেড়েছে কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। বৃষ্টি বন্ধ হলেও আকাশে রয়েছে ঘন মেঘ। তীব্র ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোক চলাচল কমে গেছে। হাট-বাজারগুলোতেও নেই লোকজনের সমাগম। কর্মমূখী মানুষগুলো ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছে কর্মে। 

রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। শীতের কারণে দরিদ্র ও ছিন্নমুল মানুষরা রয়েছে দুর্ভোগে। 

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, গত দুদিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।