• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অতিরিক্ত ভাড়া: ৩২২টি যানবাহনে ৪ লাখ টাকা জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে দুজন গাড়ি চালককে কারাদণ্ড দেয়া হয়েছে। একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযাবে এসব দণ্ড দেয়া হয়। ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিআরটিএ-র চেয়ারম্যান, নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমাহয়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন।

অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।