• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

রাজনৈতিক ফায়দা নিতে পুলিশের ওপর হামলা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে গোয়েন্দা তথ্য আছে এবং গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, বিএনপি পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। সেদিন নেতাদের নির্দেশে পরিচয় লুকানোর জন্য তারা হেলমেট পড়েছে, যাতে শনাক্ত করা না যায়। নির্দেশদাতাদের নামও বলেছে তারা।

তিনি আরো বলেন, পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রথমে রবিন পুলিশের পিকআপ ভ্যানে আক্রমণ করে, যা পরবর্তী সময়ে পুড়িয়ে দেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী মোহাম্মদ এসকে হোসেন আলী, শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস আলী, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি মাহবুবুল আলম।