• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

তাপমাত্রা নিয়ে সর্বশেষ যা জানা গেল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।