• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের বিরামপুরে পুলিশ লেখা গাড়িতে ফেনসিডিল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

দিনাজপুরের বিরামপুরে পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।

রোববার সকালে উপজেলার বেগমপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি নিজেকে ফেনসিডিলের বাহক বলে দাবি করেছেন।

২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন,

সকালে কাটলা বালুপাড়া থেকে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে বিরামপুর রেলগেট এলাকায় ওই কারটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ফরিদকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় কারের মালিক বিরামপুর উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের মোজাহারের ছেলে মামুনুর রশিদ, শাহাজুল ইসলাম ও ফরিদের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।