• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে চায়ের দোকানে ঘুষ লেনদেনের সময় সার্ভেয়ার আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

দিনাজপুর জেলা পরিষদে অভিযান চালিয়ে মো. আল আমিন নামে এক সার্ভেয়ারকে আটক করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে এক চায়ের দোকানে ঘুষ লেনদেনের ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

আল আমিন সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চর আদ্ধারমানিক গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি জেলা পরিষদের ডাক বাংলোতে থাকেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, সদর উপজেলার বড়ইল গ্রামের সাইফুদ্দিনের স্ত্রী শাবানা খাতুনকে বাঙ্গীবেচা গ্রামে সাড়ে ৯ শতাংশ জমি লিজ দেয়ার প্রতিশ্রুতিতে বিভিন্ন সময়ে ঘুষ নেন আল আমিন। সর্বশেষ ২০ হাজার টাকা দেয়ার কথা। সে টাকা লেনদেনের সময় আল আমিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।