• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকারঃ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। তাই সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতি বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, দেশে শিক্ষার মানও বেড়েছে। এখন সব ধরনের পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ দ্বিগুণ হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নও বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, হাবিপ্রবির সাবেক উপাচার্য মো. রুহুল আমিন, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল বাসেত মণ্ডল প্রমুখ।