• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

যে কারণে নির্বাচনী প্রচারণায় রিয়াজ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

রিয়াজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে মনোনয়ন কেনা। শোবিজের অনকে তারকাই এমপি হওয়ার স্বপ্নে ভাসছেন। আবার বেশ কয়েকজন তারকা যুক্ত হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গে।

 

নির্বাচনী প্রচারণায় রিয়াজ

নির্বাচনী প্রচারণায় রিয়াজ

সেই প্রচারণা দলের অন্যতম সদস্য বাংলাদেশী চলচ্চিত্রের সফল অভিনেতা রিয়াজ আহমেদ। এত দলের মধ্যে থেকে আওয়ামী লীগকে কেন বেছে নিলেন তিনি?

এমন প্রশ্নের জবাবে ডেইলি বাংলাদেশকে রিয়াজ বলেন, আমার বয়স এখন চল্লিশের উপরে, আর এই বয়সের একজন মানুষ আবেগের বসে কোন সিদ্ধান্ত নিবেন তা কিন্তু নয়। আমি দেখে, শুনে, যেনে, বুঝে সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশটা স্বাধীন হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু কখনো নিজের স্বার্থের কথা চিন্তুা করেননি। জীবনদশায় কারাবরণ সহ অনেক প্রকার কষ্ট সয়েছেন।

 

নির্বাচনী প্রচারণায় রিয়াজ

নির্বাচনী প্রচারণায় রিয়াজ

পরিনামে সেই মহান মানুষটাকেই ১৫ আগষ্টে স্বপরিবারে জীবন দিতে হয়েছে। তার কনিষ্ঠ পুত্রের বয়স তখন মাত্র ১০ বছর। সেই শিশুকেও বাঁচতে দেওয়া হয়নি। পরবর্তিতে আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় আইন করা হয়েছে যেন তাদের বিচার পর্যন্ত করা না যায়। আর ২১ আগষ্টের গ্রেনেড হামলাও তারই ধারাবাহিকতা।

একটি পক্ষ চায় না যে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা বেচে থাকুক, দেশের নেত্রীত্ব দিক। তারা শুধু মানুষ হত্যার সাংস্কৃতিতে বিশ্বাসী। পক্ষান্তরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর পরিবার দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ। গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে আগে কোন সরকারের সময়েই হয়নি।

পদ্মা সেতু, মেট্টরেলসহ অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। আগামীতে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা ক্ষমতায় না আসলে এসব উন্নয়ন বাধাগ্রস্থ হবে। দেশ পিছিয়ে যাবে বলে আমার কাছে মনে হয়েছে। অথচ এখন আমাদের পেছানোর সময় নয়, বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা কেন পেছনের দিকে হাটবো? সবদিকে চিন্তুা করেই আওয়ামী লীগকে বেছে নিলাম ও তাদের প্রচারনায় শরিক হলাম।