• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় আমন চাল সংগ্রহ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর জলঢাকায় চলতি আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ৯ ডিসেম্বর, ২০১৮ রবিবার দুপুরে জলঢাকা খাদ্য গুদামে এর উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সুজাউদৌল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টু, খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকার, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকার, মিলার জয়নাল আবেদিন, ওয়াহেদুল রহমান প্রমূখ।

খাদ্য অফিস সূত্রে জানা যায়, এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬শত ১৮ মেট্রিক টন। এসব চাল উপজেলার। ১ শত ৩৩ মিলারদের কাছে প্রতি কেজি ৩৬ টাকা দরে গ্রহণ করা হবে। চাল সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।