• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৪  

নীলফামারীতে ‘মিতালী এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার দক্ষিণ চওড়া ও সংগলশী ইউনিয়নের সূবর্ণখুলি এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম ও সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।

জানা যায়, দুপুরের দিকে পার্বতীপুর থেকে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন আনিছা বেগম। চোখে কম দেখা ও কানে কম শোনায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে, একই ট্রেনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণপ্রতিবন্ধী সৌরভ ইসলাম মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, দুই পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। তবে, থানায় একটি ইউডি মামলা করা হবে।