• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

রংপুরে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ রবিবার সকালে জেলা আওয়ামী লীগের বেতপট্টি’র কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্য দান ও জাতীয় ও দলীয় পত্রিকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ।

এরপর বেলা ১১ টায় দলীয় কার্যলয় থেকে বর্ণাঢ্য এক শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, কোষাধক্ষ্য আবুল কাশেম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এ ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন ও শোষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে এ দলটি। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অগ্রণী ভূমিকা পালন করে আওয়ামী লীগ।