• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন: শেষ মুহূর্তে প্রচারণার তোড়জোড়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র দুই দিন। তাই শেষ মুহূর্তে নির্বাচনীর প্রচারণার তোড়জোড় চলছে। প্রচারণায় প্রত্যেক প্রার্থী ভোটারদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন। 

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর সিটি কর্পোরেশন, রংপুর সদরের পাঁচটি ইউপিতে প্রার্থীদের পোস্টার-ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে। এর মধ্যে সিংহভাগ জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ, রিটা রহমান, এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফের। বাকি তিন প্রার্থীর কোনো ব্যানার-পোস্টার চোখে পড়েনি।

সব প্রার্থীরা নিরাপদ ও আরামদায়ক রেল যোগাযোগ, নাগরিক সুবিধা বাড়ানো ও জেলায় উন্নয়নের ছোঁয়া দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সবস্তরের নেতা কর্মী সাদ এরশাদের সঙ্গে রয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করছে। তাই লাঙ্গলের বিজয় নিশ্চিত।

স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, রংপুরের মানুষ আর বহিরাগতকে ভোট দেবে না। জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের রিটানিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন জানান, প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে শঙ্কার কোনো কারণ নেই। অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না।