• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ডাবল লিগ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস। 
এরইমধ্যে দু’দলই প্লে-অফ নিশ্চিত করেছে। ম্যাচটি নিয়মরক্ষার হলেও জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফ খেলার লক্ষ্য চট্টগ্রাম ও রাজশাহীর। 
 
নিয়মনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে খেললে বড় ধরনের সুবিধা থাকে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই প্রথম কোয়ালিফায়ার খেলবে। আর পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটরে।

প্রথম কোয়ালিফায়ারে জয় পাওয়া দল টিকেট পাবে ফাইনালের। আর ঐ ম্যাচে হারলেও, টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা থাকে দলটির। হেরে যাওয়া দল নাম লেখায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি খেলবে এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে। এলিমিনেটরে হেরে যাওয়া দল চতুর্থস্থানে থেকে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনালে। 

তাই পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকলেই ফাইনালে উঠার জন্য দু’বার সুযোগ পাওয়া যায়। সেই লক্ষ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে চোখ দলগুলোর।

এখন পর্যন্ত ১১ ম্যাচ থেকে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ঢাকা। ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের চতুর্থস্থানে রাজশাহী।

আজকের ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে যাবে রাজশাহী রয়্যালস।