• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

করোনা, গণসচেতনতায় নীলফামারীর রাস্তায় নেমেছে পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বছর পেরিয়ে সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। এ অবস্থায় মানুষের মাস্ক পড়া নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে  গণসচেতনতা বৃদ্ধিতে পুলিশ সদস্যরা  নীলফামারীর রাস্তায় রাস্তায় নেমেছে। 

আজ রবিবার (২১ মার্চ/২০২১) দেশজুড়ে এই বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর পুলিশ বাহিনী রাস্তায় নামে। 

“মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)’এর নেতৃত্বে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করা হয়। বেলা ১২টায় জেলা শহরের চৌধুরী মোড়ে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ প্রচারনায় বিভিন্ন যানবাহনে পুলিশের লোগো সম্বলিত ফ্রি ইস্টিকার লাগানো ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ; সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ; সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরেন পুলিশ সদস্যরা।