• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

করোনায় আক্রান্ত দেব’র ক্যারিয়ার!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটি মোকাবিলায় একে একে বিশ্বের বিভিন্ন দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করছে। সেই ধাক্কাটি লাগল কলকাতার জনপ্রিয় অভিনেতা ও এমপি দেবের ক্যারিয়ারে। করোনার আতঙ্কে স্থগিত করা ভিসায় বাংলাদেশ বা থাইল্যান্ড যেতে পারছেন না এ অভিনেতা।

২২ মার্চ বাংলাদেশে এসে কমান্ডো নামের একটি চলচ্চিত্রের শুটিং করার কথা ছিল দেবের। কিন্তু ভিসা স্থগিতাদেশের কারণে চলচ্চিত্রের শুটিং করতে পারবেন না তিনি। তবে চলচ্চিত্রের পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

দেব বলেন, করোনার কারণে বাংলাদেশে ভ্রমণ আপাতত বন্ধ রয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি আমার শুটিং পরিকল্পনা নষ্ট করেছে। আগামী মে মাসে ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ ও ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছাতে হবে? বুঝতে পারছি না।