• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে এক চীনা নাগরিকসহ নতুন করে ২ জন করোনা পজেটিভ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

নীলফামারী উত্তরা ইপিজেডের এক চীনা নাগরিক সহ জেলায় নতুন করে দুইজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ রবিবার(১২ জুলাই/২০২০) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। 
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ৫০ বছরের একজন চীনা নাগরিক ও ডোমার উপজেলার ছোট রাউতা শাহপাড়ার একজন। 


জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। নীলফামারী সদরে ১৯৬জন, জলঢাকা উপজেলায় ৮৩জন, সৈয়দপুর উপজেলায় ৭১জন, ডিমলা উপজেলায় ৫২জন, ডোমার উপজেলায় ৪৫জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন।

এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩৪৫। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন। এছাড়া নীলফামারী উত্তরা ইপিজেডে ৮ জন চীনা নাগরিকসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪৩জন।