• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দুর্নীতিমুক্ত নিয়োগে নীলফামারী জেলা প্রশাসন, ১ দিনে ২টি পদে নিয়োগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

সকালে লিখিত ও সন্ধ্যার পর মৌখিক পরীক্ষা শেষে রাতে ফলাফল ঘোষনার মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসনের অধীন অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে গতকাল শুক্রবার(১৫ ফেব্রুয়ারী)। সরকারি চাকুরীর নিয়োগে একদিনেই পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতার একটি মডেল বলে মন্তব্য করেছে সচেতনামহল।

জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানায়, অফিস সহায়ক ও নৈশ প্রহরীর দুই পদে ৮৩১জন আবেদন করেছিল।এরমধ্যে অফিস সহায়কের দুই পদে ২৮৭জন এবং নৈশ প্রহরীর ৪পদে ৫৪৪জন ছিল।  এরমধ্যে শুক্রবার সকালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬৫জন।

নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মাহবুব হাসান জানান, লিখিত পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪৪জনকে বহিঃস্কারকরা হয়।

লিখিত পরীক্ষার খাতা মুল্যায়নে কোডিং পদ্ধতি অবলম্বন করে সন্ধ্যায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে উত্তীর্ন অফিস সহায়ক পদে ২৬জন এবং নৈশপ্রহরী পদে ২৭জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। একই দিন সন্ধ্যা সারে ৭টা হতে শুরু হয় জেলা প্রশাসনের কার্যালয়ে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা শেষে ওই দিন রাত সারে ১১টায় নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষনা করে নোটিশবোর্ডে ফলাফল ঝুলিয়ে দেয়া হয়। এ সময় ওই রাতে অংশগ্রহনকারীরা অধির আগ্রহে অপেক্ষা করছিল। 

অফিস সহায়ক পদে নিয়োগ পায় মৃত জামাল উদ্দিনের ছেলে শহীন আলম ও আফসার আলীর ছেলে আলী হোসেন ও নৈশপ্রহরী পদে নিয়োগ পায় আবুজার রহমানের ছেলে খোরশেদ আলম, মৃত ওসমান গনির ছেলে নুরন্নবী ইসলাম,মৃত নুরল হকের ছেলে শাহীন আলম ও মৃত মোকলেছার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন।

দুই পদে ছয় জন সরকারি চাকুরিতে নিয়োগ পেয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করে বলেছে সরকারি চাকুরি পাওয়া মানে লাখ লাখ টাকার খেলা। আমরা ভেবেছিলাম আমাদের তো লাখ লাখ টাকা নেই সরকারি চাকুরী আমাদের ভাগ্যে নেই। 

কিন্তু আমাদের সেই চিন্তা ভাবনা ভুল ভেঙ্গে দিল এই নিয়োগ প্রক্রিয়া।আমরা আমাদের মেধা ও যোগ্যতায় যে চাকুরি পাবো এটি আজ নিজেরাই দেখতে পেলাম। তারা বলেন এ ভাবে যদি প্রতিটি সরকারি চাকুরিতে নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে ঘুষ বানিজ্যের প্রশ্ন থাকবেনা।

 নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জন্য নীলফামারীর সচেতনমহল জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন আমি আমার কার্যালয়কে দুর্নীতিমুক্ত রেখেছি। দূর্নীতিমুক্ত রেখেই জেলা প্রশাসনের কার্যালয়ে সকল প্রকার কাজকর্ম পরিচালনা করা হচ্ছে।